নভেম্বরের প্রথম দিন থেকেই ডিজিটাল ক্যাবল অপারেটিং সিস্টেম চালুর নির্দেশ

৪ অক্টোবর, ২০২১ ১৫:৫০  
আগামী ১ল নভেম্বর থেকে ঢাকা-চট্টগ্রামে ডিজিটাল ক্যাবল অপারেটিং সিস্টেম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, ইতোমধ্যে বৈঠক করে ক্যাবল অপারেটরদের বলা হয়েছে ৩০শে অক্টোবরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে ক্যাবল অপারেটিং সিস্টেমকে ডিজিটালাইজড করতে। ১লা নভেম্বর থেকে তাদের এ পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। বৈঠকে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন, সম্প্রচার জার্নালিস্ট ফোরাম, ক্যাবল অপারেটর, ডিস্ট্রিবিউটররা ছিলেন। ক্লিনফিড দেওয়া বিদেশি ২৪ চ্যানেল চালাতে কোনো বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, ২৪টি বিদেশি টিভি চ্যানেল ক্লিন ফিড পাঠাচ্ছে, যেগুলো আকাশ ডিটিএইচ সম্প্রচার করছে। এগুলো সম্প্রচার করতে অন্যদের বাধা নেই। কেউ ক্লিন ফিড না চালালে লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে। যারা ডাউন লিংকের অনুমতি নিয়েছে তাদের ব্যবসার স্বার্থে ক্লিন ফিড চালানো উচিত বলে মন্তব্য করেন তিনি।
যে ২৪ বিদেশি চ্যানেল প্রচারে বাধা নেই- বিবিসি, সিএনএন, আল জাজিরা এইচডি, ডিডাব্লিউ, কেবিএস ওয়ার্ল্ড, এআরআই র‌্যাংগ টিভি, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স ২৪, লোটাস, ট্রাভেল এক্সপি এইচডি, আল কুরান, আল সুন্না, টেন স্পোর্টস, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফিক, দুবাই স্পোর্টস, মাস্তি টিভি, বিফরইউ মিউজিক, এমটিভি, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩, ৪।
ক্যাবল অপারেটরদের সতর্ক করে মন্ত্রী বলেন, হাজার হাজার বিদেশি প্রতিষ্ঠান ক্যাবল অপারেটর লাইসেন্সের জন্য আবেদন করেছে। দেশের অপারেটররা শর্ত ভঙ্গ করলে তাদের লাইসেন্স বাতিল করলে অন্যদের সুযোগ দেয়া হবে।

আইপি টিভি সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, ‘শতশত আইপি টিভির প্রয়োজন নেই। ব্যাঙের ছাতার মতো এদের কার্যক্রম পরিচালিত হতে দেওয়া হবে না। আইপি টিভিকে অবশ্যই সরকারের কাছ থেকে রেজিস্ট্রেশন নিয়ে সম্প্রচার করতে হবে। এ লক্ষ্যে সরকার রেজিস্ট্রেশন নীতিমালা তৈরি করছে।’